বাসভবন/ প্রাসাদ/ অফিস - বিখ্যাত হওয়ার কারণ - অবস্থান
এলিসি প্রাসাদ - ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবন - প্যারিস
ওভাল অফিস - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় - ওয়াশিংটন
ক্রেমলিন - রাশিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন। - মস্কো
হোয়াইট হাউজ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারী বাসভবন - ওয়াসিংটন
বাকিংহাস প্যালেস - ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারী বাসভবন - লন্ডন
জনপথ রোড - ভারতের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন। - নয়াদিল্লী
১১ নং ডাইনিং স্ট্রিট - ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন। - লন্ডন
প্রধানমন্ত্রী ভবন (পূর্বে) - বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী বাসভবন - ঢাকা
গণভবন (বর্তমানে) - বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী বাসভবন - ঢাকা
উত্তরা গণভবন - বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় - নাটোর
সিংহ দরবার - নেপাল সরকারের সদরদপ্তর - কাঠমুন্ড
রাইটার্স বিল্ডিং - পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় - কলকাতা
বুশ হাউজ - বিবিসি কার্যালয় - লন্ডন
হোয়াইট হল - ব্রিটিশ সরকারের কার্যালয়, রানীর সাবেক সরকারী বাসভবন - লন্ডন।
ব্লু হাউস - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন - সিউল
ফ্লাসিং মিডোস - জাতিসংঘের সভাস্থল - নিউইয়র্ক
মালবরো হাউস - কমনওয়েলথ কার্যালয় - লন্ডন।
পেন্টাগণ - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অফিস - ওয়াসিংটন।
0 Comments