Ad Code

Responsive Advertisement

বিখ্যাত পর্বতশৃঙ্গ সমূহ



1. প্রশ্ন: মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮,৮৪৮ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 নেপাল - তিব্বত । 

 2. প্রশ্ন: এভারেস্ট সাউথ সামিট (উচ্চতা ৮,৭৫০ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 নেপাল - তিব্বত । 

 3. প্রশ্ন: গডউইন অষ্টিন (k2) (উচ্চতা ৮,৬ ১১ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত । 

 4. প্রশ্ন: কাঞ্চনজঙ্ঘা (উচ্চতা ৮,৫৯৭ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত - নেপাল । 

 5. প্রশ্ন: লোৎসে (উচ্চতা ৮,৫১১ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত - নেপাল । 

 6. প্রশ্ন: নাঙ্গা (উচ্চতা ৮,১২৪ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত । 
 7. প্রশ্ন: অন্নপূর্না (উচ্চতা ৮,০৭৮ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ? 
 নেপাল । 

 8. প্রশ্ন: নন্দাদেবী (উচ্চতা ৭,৮১৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত । 

 9. প্রশ্ন: মাউন্ট কামেট (উচ্চতা ৭,৭৫৬ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত । 

 10. প্রশ্ন: সালটোরো কাংরি (উচ্চতা ৭,৭৪২ মি.) পর্বত কোথায় অবস্থিত ?
 ভারত । 

 11. প্রশ্ন: গুর্লা মান্ধাতা (উচ্চতা ৭,৭২৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 তিব্বত । 

 12. প্রশ্ন: তিরিচ মীর (উচ্চতা ৭৭০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 পাকিস্তান । 

 13. প্রশ্ন: মিনিয়া কঙ্কা (উচ্চতা ৭,৬৯০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 চীন । 

 14. প্রশ্ন: মুজট্যাগ অ্যাটা (উচ্চতা ৭,৫৪৬ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 চীন । 

 15. প্রশ্ন: মাউন্ট কমিউনিজম (উচ্চতা ৭,৪৯৫ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ? 
 তাজিকিস্তান । 

 16. প্রশ্ন: ছোমো লাহরি (উচ্চতা ৭,১০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ভারত - তিব্বত । 

 17. প্রশ্ন: এ্যাকনকাগুয়া (উচ্চতা ৬,৯৬০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 আর্জেন্টিনা । 

 18. প্রশ্ন: ওজোস ডেল সালাডো মার্সেডারিও (উচ্চতা ৬,৮৮৫ মি.) পর্বত কোথায় অবস্থিত ?
 আর্জেন্টিনা - চিলি । 

 19. প্রশ্ন: হুয়াসকারান (উচ্চতা ৬,৭৬৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 পেরু । 

 20. প্রশ্ন: লিউলাইলাকো (উচ্চতা ৬,৭২৩ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?`
 চিলি । 

 21. প্রশ্ন: ভলক্যানো টুপুংগাটা (উচ্চতা ৬,৫৫০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 আর্জেন্টিনা - চিলি । 

 22. প্রশ্ন: সাজামা ভলক্যানো (উচ্চতা ৬,৫২০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 বলিভিয়া । 

 23. প্রশ্ন: ইলিমানি (উচ্চতা ৬,৪৬২ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 বলিভিয়া । 

 24. প্রশ্ন: ভিলক্যানোটা (উচ্চতা ৬,৩০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ? 
 পেরু । 

 25. প্রশ্ন: চিম্বোরাজো (উচ্চতা ৬,২৬৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ইকুয়েডর । 

 26. প্রশ্ন: মাউন্ট ম্যাককিনলে (উচ্চতা ৬,১৯৪ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 আলাস্কা । 

 27. প্রশ্ন: কোটোপ্যাক্সি (উচ্চতা ৫,৮৯৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় ?
 ইকুয়েডর । 

 28. প্রশ্ন: কিলিমানঞ্জারো (উচ্চতা ৫,৮৯৫ মি.) পর্বত শৃঙ্গ কোথায় ?
 তানঞ্জানিয়া । 

 29. প্রশ্ন: মাউন্ট এলব্রাস (উচ্চতা ৫,৬৪২ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 জর্জিয়া । 

 30. প্রশ্ন: মাউন্ট ব্লাঁ (উচ্চতা ৪,৮০৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 ফ্রান্স - ইতালী । 

 31. প্রশ্ন: ম্যাটারহর্ন (উচ্চতা ৪,৪৭৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ? 
 সুইজারল্যান্ড । 

 32. প্রশ্ন: মাউন্ট কুক (উচ্চতা ৩,৭৬৪ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
 নিউজিল্যান্ড । 

Post a Comment

0 Comments

Close Menu