#বিষয়ঃ গলার স্বর বসা বা গলা ভাঙ্গা ও চিকিৎসাঃ)
#বহুবিধ রোগে রোগীর গলার স্বর বসে যেতে দেখা যায়। শ্বাস নালীর দুই পাশে দুটি ভোকল কর্ড আছে। তাদের সংকচন বা সম্প্রসারণে গলার স্বর ভেঙ্গে যায়।
#রোগের কারনঃ-
১) রোগজীবাণু দ্বারা স্বরযন্ত্র, ফ্যারিংস, ট্রেকিয়া, ব্রংকাস প্রভৃতির প্রদাহ হলে।
২) সর্দি-কাশি, কাশি ও ঠাণ্ডা লাগা।
৩) দুর্বলতা, রক্তশূন্যতা, অধিক রক্তপাত।
৪) হিস্টিরিয়া রোগ থাকলে।
৫) চিৎকার কর কাঁদলে বা গান গাইলে বা প্রচারনার কাজ করলে।
#রোগের লক্ষন সমূহঃ-
১) কথা বের হয় না।
২) অস্পষ্ট ও বিকৃত স্বর।
৩) গলা শুকনো থাকে।
৪) শ্বাসকষ্ট হয়।
৫) গলা ব্যথা ও গলা জ্বালা করে।
৬) দুর্গন্ধময় শ্লেমা।
৭) ভোরে বা সন্ধ্যায় রোগ বৃদ্ধি পায়।
#খাবার ও চিকিৎসাঃ-
১) ঠাণ্ডা লাগানো যাবে না, গলায় মাফলার ব্যবহার করতে হবে।
২) জোরে কথা বা বেশী কথা বলা যাবে না।
৩) তরল ও লঘু খাবার খেতে হবে।
৪) ধূমপান বর্জন করতে হবে।
৫) অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিন।
#গলা
#গলার
#গলারস্বর
#গলারস্বরভাঙ্গা
#গলারস্বরবসা
#গলারসমস্যা
#গলারচিকিৎসা
#throat
#throatrelief
#throatpain
#throatsinging
#throatproblem
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments